রিটার্ণ প্রসেস কার্যক্রম সম্পাদন পদ্ধতি ও অনুসরণীয় বিষয়াবলী:
(ক) আয়কর আইন ২০২৩, এর ১৮০ ধারায় স্বনির্ধারনী পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে নিস্পত্তিকৃত রিটার্ন এর সকল গাণিতিক ত্রুটি ও অশুদ্ধ দাবী সঠিককরণের মাধ্যমে সঠিক আয় ও আয়কর নির্ধারণই হবে রিটার্ন প্রসেস এর লক্ষ্য।
(খ) “আয়কর রিটার্ন অডিট নির্দেশিকা ২০২৩” এর অধীনে সংজ্ঞায়িত “গাণিতিক ত্রুটি” ও “অশুদ্ধ দাবী” এর আলোকে রিটার্ন প্রসেস কার্যক্রমের বিষয়সমুহ বিবেচনা করতে হবে।
(গ) আয়কর আইন ২০২৩, এর ১৮০ ধারায় স্বনির্ধারনী পদ্ধতিতে নিস্পত্তিকৃত রিটার্ন, ১৮১ ধারার প্রসেস করে এর ফলাফল সংশ্লিষ্ট করবছরের আদেশপত্রে (আইটি-৩৯) লিপিবদ্ধ করতে হবে।
(ঘ) ১৮১(১) (ক) ধারায় রিটার্ন প্রসেস এর প্রেক্ষিতে কোন “গাণিতিক ত্রুটি” বা “অশুদ্ধ দাবী” না পাওয়া গেলে সে বিষয়টিও উপ কর কমিশনার সংশ্লিষ্ট করবছরের আদেশপত্রে (আইটি-৩৯) লিপিবদ্ধ করবেন।
(ঙ) ১৮১ ধারায় রিটার্ন প্রসেস এর ফলে “গাণিতিক ত্রুটি” বা “অশুদ্ধ দাবী” পরিলক্ষিত হওয়ার প্রেক্ষিতে উদ্ভূত কর বা রিফান্ড এর পার্থক্যের পরিগণনার বিবরন সংযুক্তি আকারে পত্র মারফত করদাতাকে ধারা ১৮১(২) এর নির্দেশনার আলোকে অবহিত করবেন; এবং উপকর কমিশনার উদ্ভুত কর বা রিফান্ড এর পার্থক্যের পরিগণনা সংশ্লিষ্ট করবছরের আদেশপত্রে (আইটি-৩৯) লিপিবদ্ধ করবেন; এবং পত্রের অনুিলিপি অডিট টিম এর আহ্বায়ক বরাবর প্রেরণ করবেন।
(চ) ধারা ১৮১(২) (খ) এর নির্দেশনার আলোকে (ঙ) অনুচ্ছেদে উল্লিখিত উদ্ভুত কর বা রিফান্ড এর পার্থক্যের বিষয়ে করদাতার লিখিত ব্যাখ্যা বা বক্তব্যের সুযোগ প্রদান করতে হবে। করদাতার লিখিত ব্যাখ্যা বা বক্তব্য সন্তোষজনক হওয়ার প্রেক্ষিতে কর বা রিফান্ড এর পার্থক্যের নিরসন হলে, উপ কর কমিশনার সংশ্লিষ্ট করবছরের আদেশপত্রে (আইটি-৩৯) রিটার্ন প্রসেস কার্যক্রমের নিস্পত্তির বিশ্লেষনসহ আদেশ লিপিবদ্ধ করবেন; এবং করদাতাকে পত্র মারফত তা অবহিত করবেন; এবং পত্রের অনুিলিপি অডিট টিম এর আহ্বায়ক বরাবর প্রেরণ করবেন।
(ছ) উপ কর কমিশনার কর্তৃক প্রেরিত পত্রের কোন জবাব করদাতা প্রদান না করলে; অথবা করদাতার লিখিত ব্যাখ্যা বা বক্তব্য সন্তোষজনক না হলে, উপ কর কমিশনার ধারা ১৮১(২) (গ) অনুযায়ী করদাতাকে উদ্ভুত কর বা রিফান্ড এর পার্থক্যের আলোকে প্রদেয় করের পরিমান ও তারিখ উল্লেখ সহ নোটিশ প্রদান করবেন ভুল-সংশোধনী রিটার্ন (amended return) দাখিলের জন্য। উপ কর কমিশনার এই নোটিশ প্রদান কার্যক্রমটি সংশ্লিষ্ট করবছরের আদেশপত্রে (আইটি-৩৯) লিপিবদ্ধ করবেন।
(জ) করদাতা উপরোক্ত নোটিশে উল্লেখিত সময়ের মধ্যে উদ্ভুত কর বা রিফান্ড এর পার্থক্য বিবচনায় প্রদেয় কর পরিশোধপূর্বক ভুল- সংশোধনী রিটার্ন (amended return) দাখিলের প্রেক্ষিতে উপ কর কমিশনার ধারা ১৮১(৩) (ক) অনুযায়ী সংশ্লিষ্ট করবছরের আদেশপত্রে (আইটি-৩৯) ৯০ দিনের মধ্যে রিটার্ন প্রসেস কার্যক্রমের নিস্পত্তির আদেশ লিপিবদ্ধ করবেন; এবং করদাতাকে পত্র মারফত তা অবহিত করবেন; এবং পত্রের অনুিলিপি অডিট বাছাই টিম এর আহ্বায়ক/ কিউরেটর বরাবর প্রেরণ করবেন।
(ঝ) করদাতা উপরোক্ত নোটিশে উল্লেখিত কর বা রিফান্ড এর পার্থক্য বিবচনায় প্রদত্ত সময়ের মধ্যে প্রদেয় কর পরিশোধপূর্বক ভুল- সংশোধনী রিটার্ন (amended return) দাখিল না করলে; বা কম কর পরিশোধসহ রিটার্ণ দাখিল করলে, উপ কর কমিশনার ধারা ১৮১(৩) (খ) অনুযায়ী আয় পরিগননা আদেশ (আইটি-৮৮), কর পরিগননা আদেশ (আইটি-৩০) ও ডিমান্ড নোটিশ (আইটি-১৫) জারী করবেন ও অনুিলিপি অডিট বাছাই টিম এর আহ্বায়ক/ কিউরেটর বরাবর প্রেরণ করবেন। উপ কর কমিশনার এই কার্যক্রমটি সংশ্লিষ্ট করবছরের আদেশপত্রে (আইটি-৩৯) লিপিবদ্ধ করবেন।
(ঞ) ১৮০ ধারায় স্বনির্ধারণী পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে নিস্পত্তিকৃত সকল রিটার্নকে রিটার্ন প্রসেস এর আওতায় অডিট করবেন এবং ১৮১(২) ধারা অনুযযায়ী পরিগণনা পত্র প্রেরণ করা হলে ট্যাঁ নোটিশ প্রেরণের ৬ ল্মাসের মধ্যে নিষ্পত্তি পূর্বক দাবি নোটিশ পাঠাতে হবে। (ধার ১৮১(৩) (গ))।
(ট) উপ কর কমিশনার উপরোক্ত যে কোন কাররক্রম অডিট বাছাই টিম এর আহ্বায়ক/ কিউরেটর এর নিকট দিক নির্দেশনা চাইতে পারেন; এবং যে ক্ষেত্রে নিরূপিত কর, ১৭৩ ধারায় দাখিলকৃত রিটার্নের সাথে প্রদানকৃত কর অপেক্ষা বিশ শতাংশ (২০%) বেশী, সে ক্ষেত্রে রিটার্ন প্রসেস নিস্পত্তির জন্য রেঞ্জ কর্মকর্তার নিকট দিক নির্দেশনা চাওয়া আবশ্যক।
(ঠ) উপ কর কমিশনার মাসিক রিটার্ন প্রসেস নিস্পত্তির রিপোর্ট টেবিল আকারে পরবর্তী মাসে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কর কমিশনার বরাবর প্রেরণ করবেন। কর কমিশনার পরের মাসের মধ্যে সংকলিত রিপোর্ট জাতীয় রাজস্ব বোর্ড এ প্রেরণ করবেন।
