অনলাইনে আয়কর রিটার্ন জমা প্রদান | সমস্যা এবং তার সমাধান

অনলাইনে আয়কর রিটার্ন জমা প্রদান

সমস্যা এবং তার সমাধান

“আস-সালামু ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু”  আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অনলাইনে আয়কর রিটার্ন জমা প্রদান বিষয়ে সমস্যা এবং তার সমাধান :

অনলাইনে আয়কর রিটার্ন পূরণের সময় আমরা যেই সমস্ত সমস্যার সম্মুখীন হই  সেই সমস্যাগুলো এবং উক্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপগুলো আমাদের আলোচনার মূল বিষয়

এই আলোচনাটি মূলত অনলাইনে আয়কর রিটার্ন পূরণে সহায়ক ভূমিকা পালন করবে এবং পরবর্তীতে আয়কর সম্পর্কিত বিভিন্ন আইনগত জটিলতা এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি, শুধু আয়কর রিটার্ন পূরণের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা এবং জেনে বুঝে আয়কর রিটার্ন দাখিল করা তাহলেই আইনগত ঝামেলা থেকে মিলবে মুক্তি এবং সময় এবং অর্থ দুটোই বেঁচে যাবে

আপনি আপনার সমস্ত নাগরিক সুবিধা পেতে যখন প্রয়োজন তখন আপনার আয়কর জমাদানের প্রাপ্তি  স্বীকারপত্র  এবং সার্টিফিকেট কপি অনলাইন থেকেই সংগ্রহ করতে পারবেন। যা আগে পেতে টাকা এবং অনেক সময় নষ্ট করে ট্যাক্স অফিসে অনুরোধ করে অনেক সময় সাদা-কালো একটা সার্টিফিকেট কপি সংগ্রহ করতে হত। যা এই পদ্ধতিতে ১ মিনিটের  কম সময়ে আপনি সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন।

অনলাইন রিটার্ন পূরণের ক্ষেত্রে আমরা সাধারণত যেই সমস্ত সমস্যার সম্মুখীন হই এবং তার সমাধান

লগ ইন ID ( ইউজার আইডি এবং পাসওয়ার্ড)

অনেকের সাধারণ ধারণা, যে সিম ব্যবহার করে আমি আমার TIN Certificate তৈরি করেছিলাম এখন আর সেই সিম ব্যবহার করছি না বা আমার TIN Certificate অন্য একজন তৈরি করে দিয়েছিলেন কোন মোবাইল নাম্বারটি ব্যবহার করা হয়েছিল আমার তা মনে নেই ইত্যাদি ইত্যাদি… বিভিন্ন বিষয় থাকে মোবাইল নাম্বার সংক্রান্ত সমস্যা যার বাস্তব সমাধান হচ্ছে : – কোন নাম্বার ব্যবহার করে TIN Certificate তৈরি করা হয়েছিল বা কোন নাম্বারটি আগে ব্যবহার করতেন বর্তমানে ব্যবহার করছেন না এই ধরনের সমস্যার কারণে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করতে কোন সমস্যাই হবে না।

আসুন তাহলে আমরা জেনে নেই কিভাবে আমাদের অনলাইন রিটার্ন তৈরির জন্য পাসওয়ার্ড তৈরি করব, খুব সহজ আপনার নিজ নামে যেই সিমটি রেজিস্ট্রেশন করা আছে এবং (নিজের ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ ব্যবহার করেছেন) সেই মোবাইল নাম্বারটি দিন এবং সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে আপনি নতুন করে ইউজার আইডি পাসওয়ার্ড সেট করে নিন এবং লগইন করে আপনার অনলাইনে আয়কর রিটার্ন জমা প্রদান করুন।

ফার্নিচার (আসবাবপত্র) এবং স্বর্ণালংকার

আমার যে ফার্নিচার এবং  স্বর্ণের অলংকার আছে, সেগুলি আমি পারিবারিক সূত্রে পেয়েছি , উক্ত সম্পদের প্রকৃত বাজার মূল্য আমার জানা ছিল না তাই পূর্বে রিটানে আমি স্বর্ণের এবং ফার্নিচারের মূল্য অজানা লিখে ছিলাম,  আমি লক্ষ্য করছি যে উক্ত ফার্নিচার মূল্য আমাকে এখানে দিতে হচ্ছে প্রকৃতপক্ষে উক্ত সম্পদের মূল্য আসলেই আমার অজানা এবং বর্তমান বাজার মূল্য যদি আমি ধারণা করে দিই তাহলে আমার সম্পদ এবং দায় এর হিসাব মিলবে না, এক্ষেত্রে আমার কি করণীয় ?

অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং ভুলবশত ওখানে বাজার মূল্য দিতে গেলে রিটার্নটি অশুদ্ধ হচ্ছে এবং সম্পদ বিবরণী মিলছে না ,সম্পদ বিবরণীর পার্থক্য থাকছে যার কারণে রিটার্নটি সঠিক হচ্ছে না।

উত্তর : এই সমস্যার সমাধান খুব সহজ যেহেতু আপনি পারিবারিক সূত্রে উক্ত সম্পদের মালিকানা অর্জন করেছেন এবং আপনি উক্ত সম্পদের মূল্য জানেন না সেই ক্ষেত্রে  উক্ত সম্পদের পরিমাণ লিখে মূল্যের ঘরে শুন্য দিয়ে আপনি রিটার্নটি পূরণ করুন তাহলে আপনার আয় ব্যয়ের হিসাব এবং সম্পদ বিবরণী হিসাব সঠিক থাকবে।

ট্রেজারি চালান

ট্রেজারি চালান নিয়ে খুব সমস্যায় আছি, আমার অফিস থেকে আমার বেতনের বিপরীতে ট্যাক্স কর্তন করেছিল এবং সরকারি কোষাগারে জমা দিয়ে আমাকে ব্যাংক চালানের কপি দিয়েছে , আমি আমার বেতনের বিপরীতে কর্তনকৃত টাকা অনলাইন রিটার্ন দেখতে পারবো কিনা? এই ক্ষেত্রে আমার করনীয় কি?

আপনি যেই অফিসে চাকরি করেন এবং আপনার বেতন এর বিপরীতে টাকা কর্তন করে যে ব্যাংকে জমা দিয়েছে; উক্ত চালানের কপি হতে সেই ব্যাংকের নাম এবং ব্যাংকের শাখায় নাম, চালান নাম্বার এবং চালানের জমাকৃত মোট টাকার পরিমান, আপনার দাবি কৃত টাকার পরিমান, চালানের তারিখ উল্লেখ করি আপনি কর্তনকৃত টাকা সমন্বয় করতে পারবেন।

CAR AIT:

আমার ব্যক্তিগত গাড়ি আছে প্রতি বছর আমার ওই গাড়ির উপরে অগ্রিম কর বিআরটিএ কর্তৃপক্ষ কেটে নেয় এবং আমি ওই গাড়ির অগ্রিম করের বিপরীতে প্রদত্ত টাকা আমার অনলাইন রিটার্ন প্রদানের সময় সমন্বয় করতে পারবো কিনা?

আপনি অবশ্যই অগ্রিম করের টাকা সমন্বয় করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার গাড়ির বিপরীতে যে অগ্রিম কর/ট্যাক্স প্রদান করেছেন উক্ত রশিদ এর কপি মধ্যে একটি আইডি দেয়া আছে যেটি আপনি অনলাইন এ ইনপুট করলেই স্বয়ংক্রিয়ভাবে আপনার অগ্রিম প্রদত্ত করের টাকা আপনার অনলাইন রিটার্নের সমন্বয় হয়ে যাবে, তার মানে অগ্রিম করের সম্পূর্ণ সুযোগ সুবিধা আপনি গ্রহণ করতে পারছেন এবং অনলাইন রিটার্ন এ ও সমন্বয় করতে পারছেন।

অনলাইন রিটার্ন সম্পর্কিত আপনার যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের জানান আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক উত্তর প্রদান করার জন্য এবং অনলাইন রিটার্ন সম্পর্কিত কোন সেবা যদি প্রয়োজন পড়ে সে ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।  যোগাযোগের ঠিকানা বারিধারা DOHS, বাসা : ২১৩, রোড : ২, মোবাইল : 01325 681144

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top