রেজিস্ট্রেশন শেষে সাইন-ইন করার পর রিটার্ন পূরণ শুরু করার পদ্ধতি

রিটার্ন জমা দেওয়ার নীচের পদক্ষেপগুলি অনুসরণ করুনঃ ক। etaxnbr.gov.bd এ প্রবেশ করার পর একটি স্ক্রীন দেখতে পাওয়া যাবে যার বাম […]

রিটার্ন জমা দেওয়ার নীচের পদক্ষেপগুলি অনুসরণ করুনঃ

ক। etaxnbr.gov.bd এ প্রবেশ করার পর একটি স্ক্রীন দেখতে পাওয়া যাবে যার বাম দিকে তিনটি মেনু দেখায় – Home, Return submission, Tax record

খ। সেই স্ক্রীন থেকে Return submission মেনুতে ক্লিক করতে হবে। তারপর সিস্টেম আরেকটি স্ক্রীনে নিয়ে গিয়ে Assessment information এবং heads of income দেখাবে।

গ। তারপর ধাপে ধাপে এগিয়ে যেতে হবে এবং সফটওয়্যার আপনাকে গাইড করবে, যেকোন টার্ম বুঝতে যদি কোন অসুবিধা হয় অনুগ্রহ করে প্রথমে ইউজার ম্যানুয়াল অনুসরণ করুন। এছাড়াও অনলাইনে অধিকাংশ অপশনের উপরেই প্রশ্নবোধক চিহ্ন রয়েছে যার উপরে ক্লিক করলে সেই সংক্রান্ত বিস্তারিত ব্যাখা পাওয়া যাবে এবং তারপরেও যদি তা বোঝা কঠিন হয় তাহলে কল সেন্টারে কল দিয়ে বুঝে নিতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X
Scroll to Top