কর কর্তন সার্টিফিকেট প্রদান :
কোন ব্যক্তি নিকট হতে কর কর্তন বা সংগ্রহ করার পর, উক্ত সংগৃহীত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান পূর্বক, কর্তনকৃত ব্যাক্তি বরাবর নিন্মেউল্লিখিত বিষয় গুলি পরিপালন পূর্বক সার্টিফিকেট প্রদান করতে হবে ।
উক্ত সার্টিফিকেট নিম্ন বর্ণিত বিষয়গুলি উল্লেখ থাকতে হবে :
১. যার নিকট হতে কর কর্তন করা হয়েছে তার নাম এবং (টি আই এন) যদি থাকে।
২. কর বাবদ কর্তন এর পরিমান।
৩. সরকারে অনুকূলে জমাদানের বিবরণ।
৪. যে ধারা বা ধারা সমূহের অধীনে কর্তন করা হয়েছে তার উল্লেখ।
বিস্তারিত জানতে, আয়কর আইন, ২০২৩ এর ধারা : ১৪৫ দেখুন।