আইনের সপ্তম অংশের বিধান অনুসারে কর্তনকৃত অথবা সংগ্রহকৃত সকল অঙ্ক সরকারি কোষাগারে নিম্নবর্ণিত সারণি মোতাবেক জমা প্রদান করিতে হইবে:-
দুই সপ্তাহের মধ্যে:
অর্থবছরের জুলাই থেকে মে মাসের যেকোনো কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে-কর্তন বা সংগ্রহের মাসের শেষে পরবর্তী ০২(দুই)সপ্তাহের মধ্যে
সাত দিনের মধ্যে:
অর্থবছরের জুন মাসের ১ম থেকে ২০তম দিনের যেকোনো দিনের কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে-কর্তন বা সংগ্রহের দিনের পরবর্তী ০৭(সাত)দিনের মধ্যে
কর্তন বা সংগ্রহের পরবর্তী দিন:
অর্থবছরের জুন মাসের অন্যান্য যেকোনো দিনের কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে-কর্তন বা সংগ্রহের পরবর্তী দিন
কর্তন বা সংগ্রহের দিন:
অর্থবছরের জুন মাসের শেষ কর্মদিবসে কর কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে-কর্তন বা সংগ্রহের দিন উৎসে কর্তনকৃত বা সংগৃহীত কর পরিশোধের পদ্ধতি
এই আইনের অংশ ৭ এর আওতাধীন কর কর্তন বা সংগ্রহের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিধি ৮ এ বর্ণিত নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত কর্তনকৃত অথবা সংগৃহীত কর এ-চালান বা বোর্ড কতৃক নির্ধারিত ই-পেমেন্ট এর মাধ্যমে সরকারের অনুকূলে জমা প্রদান করিতে হইবে ।