আপনার ব্যক্তিগত আয়কর রিটার্নটি সঠিকভাবে পূরণ করতে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা নিন্মে দেখুনঃ
এখানে আপনি জানতে পারবেন একজন চাকরিজীবী করদাতার আয়কর রিটার্নটি সঠিক ভাবে পূরণ করতে কি কি কাগজপত্র প্রয়োজন হতে পারে :
চাকরিজীবী করদাতার আয়কর রিটার্ন পূরণ করতে সাধারণত,নিন্ম উল্লেখিত কাগজপত্রের প্রয়োজন হতে পারে :
বেতন বিবরণী:
করদাতার আয়ের উৎসের উপর ভিত্তি করেই আয়কর নিধারিত হয়, মানে একজন ব্যক্তির আয়ের উপর যে কর তাহাই হচ্ছে আয়কর। একজন চাকুরীজীবি করদাতার আয়ের প্রমান পত্র হচ্ছে তার অফিস কর্তৃক প্রদত্ত বেতন বিবরণী এবং করদাতার আয়কর নথি জমা প্রদানের সময় অবশ্যই উক্ত বেতন বিবরণী সংযুক্ত করতে হবে।
আয়কর কর্তন (সার্টিফিকেট) সনদ:
এই সার্টিফিকেট এ মূলত বেতন হিসাব এর বিস্তারিত তথ্য, উক্ত প্রতিষ্ঠানে চাকরিতে যোগদানের তারিখ, টি আই এন নম্বর এবং বেতন হতেমোট কর কর্তন এর বিস্তারিত উল্লেখ থাকে, আয়কর আইনের ১৪৫ ধারা অনুযায়ি প্রতিষ্ঠানের পক্ষ হতে উক্ত প্রতিষ্ঠনের কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের আয়কর কর্তন সার্টিফিকেট প্রদান করা হয়।
ব্যাংক হিসাব বিবরণী :
ব্যাংক হিসাব বিবরণীতে মূলত বেতন হিসাব, ব্যাংক কর্তৃক প্রদত্ত সুদ, সঞ্চয় পত্র থেকে প্রাপ্ত সুদ ইত্যাদি সকল প্রকার আয়ের বিস্তারিত তথ্য উল্লেখ থাকে, এজন্য আয়কর নথি জামা প্রদানের সময় ব্যাংক হিসাব বিবরণীও আয়কর নথির সাথে জমা প্রদান করতে হয়।
TIN সার্টিফিকেট :
TIN মূলত করদাতার সনাক্তকারি নম্বর যা প্রত্যেক কাদাতার জন্য একটি এবং আলাদা হয়ে থাকে। আয়কর নথির বিভিন্ন অংশে একাধিকবার TIN নম্বর উল্লেখ করতে হয়।
জাতীয় পরিচয় পত্র:
জাতীয় পরিচয় পত্রে মূলত করদাতার পিতা-মাতার নাম,জাতীয় পরিচয় পত্র নম্বর এবং ঠিকানা উল্লেখ থাকে, আয়কর নথি পূরণের সময় জাতীয় পরিচয় পত্রে উল্লিখিত তথ্য গুলি সঠিকভাবে পূরণ করতে হয়।
বিনিয়োগ হিসাব :
করদাতা যদি জাতীয় রাজস্ব বোর্ড এর নির্দেশনা অনুযায়ী নিদিষ্ট খাতে বিনিয়োগ করে থাকেন, তাহলে উক্ত বিনিয়োগের উপর আয়কর রেয়াত সুবিধা প্রাপ্তির জন্য বিনিয়োগ সার্টিফিকেট বা বিবরণী জাতীয় রাজস্ব বোর্ড এ আয়কর নথির সাথে জমা প্রদান করতে হবে।
ক্রয় বিক্রয় দলিল :
করদাতার আয়কর হিসাব সম্পূৰ্ণ করার ক্ষেত্রে যদি উক্ত কর বছরে তার কোন জমি ক্রয়-বিক্রয় হয়ে থাকে, তাহলে উক্ত জমির দলিল আয়কর নথিতে সঠিক ভাবে উল্লেখ পূর্বক সংযুক্ত করতে হবে।
গাড়ির AIT :
করদাতা যদি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে থাকেন উক্ত গাড়ির জন্য প্রতি বছর (বি,আর,টি,এ) কর্তৃপক্ষ অগ্রিম কর কর্তন করে থাকে, করদাতা মোট প্রদত্ত কর হতে উক্ত অগ্রিম কর এর পরিমান বাদ দিয়ে, বাকি অংশ পরিশোধ করবেন। এক্ষেত্রে উক্ত সুবিধা প্রাপ্তির জন্য, অগ্রিম কর্তিত করের বি,আর,টি,এ এর কপি সংযুক্ত করতে হবে।
উল্লেখিত বিষয় গুলি ছাড়াও যদি করদাতার অন্যকোন খাতের আয় থাকে, তাহলে তার উক্ত আয় আয়কর হিসাবে উল্লেখ করতে হবে এবং উক্ত আয়ের সাপেক্ষে কাগজপত্র আয়কর রিটার্ন এর সাথে জমা প্রদান করতে হবে।
উপরে উল্লিখিত বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে: 01713 560065