আমি অনলাইনে রিটার্ন জমা দিতে চাই, কিভাবে শুরু করব ?

উত্তর : ই-রিটার্ন সিস্টেমে প্রবেশ করার আগে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানতে হবে, সেগুলো নিম্ন আলোচানা করা হলো :

ই-রিটার্ন সফ্টওয়্যার টি ব্যবহারের জন্য আপনার মোবাইল ফোন নম্বর (বায়োমেট্রিকলি ভেরিফাইড) এবং ইটি আইএন নম্বর প্রয়োজন হবে । যদি টি আই এন (TIN) না থাকে তাহলে, ই-টিন অপশন গিয়ে  সেখান থেকে ই-টিন নাম্বার টি সংগ্রহ করিতে হবে ।

ই-রিটার্নকে সহজ ও user-friendly করার জন্য অনেক features দেয়া আছে, যার অনেকগুলো মোবাইল ডিভাইসে পাওয়া যাবে না। তাই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে ই-রিটার্ন করুন।

ই-রিটার্ন ব্যবহার করার সময় প্রয়োজনীয় সব কাগজপত্র যেমনঃ বেতন সনদপত্র, বিনিয়োগ (সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস, জীবন বিমা ইত্যাদি), ব্যাংক স্টেটমেন্ট, ফ্ল্যাট, জমির তথ্য ইত্যাদি) সঙ্গে রাখতে হবে। আপনার ডকুমেন্টস থেকে নিজস্ব অনেক তথ্য ই-রিটার্ন সফ্টওয়্যারে ইনপুট দিতে হবে।

আপনাকে কোনো অতিরিক্ত ডকুমেন্টস সংযুক্ত করিতে হবে না । কেবল মাত্র প্রয়োজনীয় ইনপুট গুলো প্রদান করবেন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য আপনার সাথে সম্পর্কিত ডকুমেন্টস সংগ্রহ করে রাখুন।

ই-রিটার্ন এ সকল হিসাব আপনার ইনপুটগুলির উপর ভিত্তি করে হবে । যদি আপনার নিজস্ব হিসাব ভিন্ন হয় তবে আপনার কাছে বিকল্প আছে যে আপনি আপনার প্রদান কৃত হিসাব সিস্টেমে এডিট করিতে পারবেন।

আপনার যদি কোনো উৎস ট্যাক্স বা অগ্রিম ট্যাক্স পেমেন্ট থাকে, এই মুহূর্তে অনলাইন ফাইলিং এ পেমেন্ট নাও হতে পারে (যাচাই প্রক্রিয়ার উন্নয়ন কাজ চলমান। আপনি ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আপনার রিটার্ন কাগজ প্রস্তুত করিতে পারবেন, সেক্ষেত্রে প্রস্তুত কৃত ট্যাক্স অফিসে জমা হবে ।

রিটার্ন প্রস্তুত করার সময়, আপনি (?) চিহ্নে মাউস রেখে সিস্টেম সহায়তা পেতে পারেন, এবং ব্যবহারকারীর ম্যানুয়াল থেকে বিস্তারিত নির্দেশিকা এবং অবশেষে কল সেন্টারে সরাসরি কল করে সহায়তা নিতে পারবেন।

আপনি যদি আপনার টি আই এন (TIN), নিজের মোবাইল নম্বর, সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রস্তুত থাকেন, ই-রিটার্ন ব্যবহারকারী ম্যানুয়াল (ই-রিটার্ন সিস্টেম থেকে ব্যবহারকারী ম্যানুয়াল) ডাউনলোড করুন, তারপর http://etaxnbr.gov.bd/ এ লগ ইন করুন। তারপরও বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে, NBR-এর কল সেন্টারে কল করুন এবং আপনার প্রয়োজনীয় তথ্য পেয়ে যান।

খুবই গুরুত্বপূর্ণ: আপনি যদি আপনার নিজের ব্যতীত অন্য কারো মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করার চেষ্টা করেন, তাহলে আপনি আপনার টি আই এন (TIN) দিয়ে নিবন্ধন করিতে পারবেন না এবং আপনার টি আই এন (TIN) ব্লক করে দেয়া হবে।

বিঃ দ্রঃ উপরোক্ত লেখাটি জাতীয় রাজস্ব বোর্ড এর ওয়েবসাইট । ই-রিটার্ন সাইট থেকে সংগৃহীত, কেবলমাত্র সকালের কাছে অনালাইনে ই-রিটার্ন সহজ ভাবে উপস্থাপন ও জমা প্রদানের উদেশ্য প্রচার করা মাত্র।

আয়কর রিটার্ন বা আয়কর সংক্রান্ত যে কোন পরামর্শ বা সেবা পেতে, প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন : +88 01325 681144

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top