House rental Tax

বাড়ীভাড়া আয়ের ক্ষেত্রে করদাতার আয়কর রিটার্ন জমা দিতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় ?

বাড়ীভাড়া আয়ের ক্ষেত্রে করদাতার আয়কর রিটার্ন জমা দিতে নিন্মে উল্লেখিত কাগজপত্র প্রয়োজন হয় : ১. বাড়ীভাড়া আয়ের চুক্তি পত্রের কপি […]

বাড়ীভাড়া আয়ের ক্ষেত্রে করদাতার আয়কর রিটার্ন জমা দিতে নিন্মে উল্লেখিত কাগজপত্র প্রয়োজন হয় :

১. বাড়ীভাড়া আয়ের চুক্তি পত্রের কপি এবং মাসিক ভাড়া রশিদ
২. টিআইএন (TIN) সার্টিফিকেট
৩. জাতীয় পরিচয়পত্র
৪. ব্যাংক হিসাব বিবরণী (১লা জুলাই থেকে ৩০ জুন)
৫. বিনিয়োগ: সেভিংস সার্টিফিকেট, ভবিষ্য তহবিল, এবং জীবন বীমা পলিসির মতো ট্যাক্স ছাড় প্রদান করে এমন বিনিয়োগ সম্পর্কিত নথি।
৬. জমি ক্রয় দলিল (যদি থাকে)
৭. গাড়ী AIT (যদি থাকে)
৮. বাড়িভাড়া আয়ের উপর উৎসে কর্তনকৃত সকল চালান এর কপি
৯. উক্ত বাড়ির উপর যদি কোন ব্যাংক ঋণ থাকে, উক্ত ঋণ এর অনুমোদন পত্র (যদি থাকে),
১০. ব্যাংক ঋণ এর ৩০ জুন পর্যন্ত বকেয়া ব্যালান্স (যদি থাকে),
১১. পূর্ববর্তী ট্যাক্স রিটার্নের অনুলিপি, (যদি থাকে),

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Get 30% off your first purchase

X