একজন চাকরিজীবী করদাতার আয়কর রিটার্ন জমা দিতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় ?By kh.mohsinbd / November 1, 2024 একজন চাকরিজীবী করদাতার আয়কর রিটার্ন জমা দিতে নিন্মে উল্লেখিত কাগজপত্র প্রয়োজন হয় : ১. বেতন সার্টিফিকেট২. টিআইএন সার্টিফিকেট৩. জাতীয় পরিচয়পত্র৪. ব্যাংক হিসাব বিবরণী (১লা জুলাই থেকে ৩০ জুন)৫. বিনিয়োগ: সেভিংস সার্টিফিকেট, ভবিষ্য তহবিল, এবং জীবন বীমা পলিসির মতো ট্যাক্স ছাড় প্রদান করে এমন বিনিয়োগ সম্পর্কিত নথি।৬. জমি ক্রয় দলিল (যদি থাকে)৭. গাড়ী AIT (যদি থাকে)৮. টিডিএস চালান৯. ব্যাংক ঋণ অনুমোদন পত্র (যদি থাকে)১০. পূর্ববর্তী ট্যাক্স রিটার্নের অনুলিপি, (যদি থাকে) ।
আয়কর রিটার্ন সঠিকভাবে পূরণ করতে প্রয়োজনীয় কাগজপত্র এর তালিকাঃ Leave a Comment / Blog / By Khondakar Mohsin Rakib