একজন ব্যবসায়ী করদাতার আয়কর রিটার্ন জমা দিতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় ?

একজন ব্যবসায়ী করদাতার আয়কর রিটার্ন জমা দিতে নিন্মে উল্লেখিত কাগজপত্র প্রয়োজন হয় :

১. ট্রেড লাইসেন্স কপি
২. টিআইএন (TIN) সার্টিফিকেট
৩. জাতীয় পরিচয়পত্র
৪. ব্যাংক হিসাব বিবরণী (১লা জুলাই থেকে ৩০ জুন)
৫. বিনিয়োগ: সেভিংস সার্টিফিকেট, ভবিষ্য তহবিল, এবং জীবন বীমা পলিসির মতো ট্যাক্স ছাড় প্রদান করে এমন বিনিয়োগ সম্পর্কিত নথি।
৬. জমি ক্রয় দলিল (যদি থাকে)
৭. গাড়ী AIT (যদি থাকে)
৮. পণ্য বা সেবা সরবরাহের সময় উৎসে কর্তনকৃত সকল চালান এর কপি
৯. ব্যবসায়িক ব্যাংক ঋণ অনুমোদন পত্র (যদি থাকে),
১০. ব্যবসায়িক ব্যাংক ঋণ এর ৩০ জুন পর্যন্ত বকেয়া ব্যালান্স (যদি থাকে),
১১. পূর্ববর্তী ট্যাক্স রিটার্নের অনুলিপি, (যদি থাকে) 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top